ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বারান্দায় পাওয়া গেল টিকটক তারকার ঝুলন্ত দেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
বারান্দায় পাওয়া গেল টিকটক তারকার ঝুলন্ত দেহ লীনা নাগবংশী

সামাজিকমাধ্যমে মডেল খ্যাতি পাওয়া লীনা নাগবংশীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভারতের ছত্তিশগড়ের রায়পুর জেলায় তার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রায়গড়ের বাড়ি থেকে বেরিয়ে বাজারে যান লীনার মা। লীনা তখন বাড়িতেই পড়াশোনা করছিলেন। আধাঘণ্টা পর মা ফিরে দেখেন, বাড়ির বারান্দায় ঝুলছে লীনার লাশ।  

এ সময় নিজের পরনের ওড়না দিয়েই গলায় ফাঁস দেওয়া ছিল। কী কারণে মেয়ে আত্মঘাতী হলেন, তা বুঝতে পারছেন না বাড়ির লোকেরা।

টিকটক তারকা লীনা ইনস্টাগ্রামেও তুমুল জনপ্রিয় ছিলেন। ১০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তার। নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। নাম ‘রয়্যাল লীনা’। সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করতেন তিনি।

কিন্তু দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কেন এমন চরম পথ বেছে নিলেন তা বুঝতে পারছেন না কেউ।

চক্রধর নগর থানার উপপরিদর্শক সংবাদসংস্থাকে বলেন, চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। লীনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।