ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মধ্যরাত সালমানের বাড়িতে কেন শাহরুখ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
মধ্যরাত সালমানের বাড়িতে কেন শাহরুখ? শাহরুখ খান ও সালমান খান

জীবনের ৫৭ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) রাতেই পরিবার, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করেন সালমান।

এই ‘বার্থডে পার্টি’তে হাজির ছিলেন বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানও।

এদিন সালমানের মতোই কালো রঙের পোশাক পরে হাজির হয়েছিলেন শাহরুখ। বন্ধুর হাতে হাত রেখে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শাহরুখ ছাড়াও সালমানের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন বলিউডের অনেক তারকাই। সালমানের বাড়িতে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা, পুলকিত সম্রাটের মতো বলিউড অভিনেতারা।  

উপস্থিত ছিলেন সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। এ সময় সঙ্গীতার মাথায় চুমু খেয়ে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন সালমান।

মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। অন্যদিকে, সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমাও মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকেই। ‘পাঠান’-এ অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। অন্যদিকে, ‘টাইগার থ্রি’তে থাকবেন শাহরুখ!

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।