ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুখবর পেলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
সুখবর পেলেন শাকিব-বুবলী শাকিব খানের সঙ্গে শবনম বুবলী

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রের পা রাখেন শবনম বুবলী। এরপর তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশ ক’টি জনপ্রিয় সিনেমা।

অভিনয়ের সুবাদেই ব্যক্তিজীবনেও তাদের প্রেম, বিয়ে, সংসার আর বাবা-মা। যদিও এসব খবর অতীত।

শাকিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুবলী তার জীবনের বর্তমান কেউ নন। সরাসরি না বললেও তার কথার ইঙ্গিত আর অনেকের ধারণা, শাকিব-বুবলীর বিচ্ছেদ হয়ে গেছে। আর এখন শাকিব-বুবলী জুটিকেও দেখা যায় না নতুন কোন সিনেমাতে।  

এসবের মাঝে শাকিব-বুবলীর জন্য সুখবর এসেছে। এই জুটির সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।  

সিনেমার নির্মাতা তপু খান বলেন, লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম সিনেমার আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছি।

তপু খানের পরিচালনায় এতে শাকিবের নায়িকা বুবলী। এতে আরো আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্তসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।