ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথমবার তারিক আনামের সঙ্গে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
প্রথমবার তারিক আনামের সঙ্গে অপু বিশ্বাস অপু বিশ্বাস-তারিক আনাম খান

নিজের প্রযোজিত ‘লাল শাড়ি’র পর আরো নতুন আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন অপু বিশ্বাস। সিনেমার নাম ‘ছায়াবাজি’।

এটি নির্মিত হচ্ছে এটিটি প্ল্যাটফর্মের জন্য।

জানা গেছে, সপ্তাহখানেক আগে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে গুণী অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করছেন অপু। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। আহমেদ শাহাবুদ্দিনের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। আরটিভি প্রযোজিত সিনেমাটি আগামী বছরে মুক্তি পাবে।  

এ বিষয়ে আরো জানা যায়, ‘ছায়াবাজি’ চলচ্চিত্রে তারিক আনাম খান একজন মনোরোগ চিকিৎসক। অন্যদিকে, অপু বিশ্বাসকে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির টানা শুটিং চলবে। সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ অনেকে অভিনয় করছেন।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।