ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজের কাছে আর্জেন্টিনা ঘুরতে যাওয়ার বায়না পরীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
রাজের কাছে আর্জেন্টিনা ঘুরতে যাওয়ার বায়না পরীর

ফুটবল বিশ্বকাপ শুরুর পর থেকেই নানা বাক্যে আর্জেন্টিনার সমর্থক অভিনেত্রী পরীমনি তার ভালোবাসার কথা জানিয়েছেন আর্জেন্টিনা ও মেসির প্রতি।

রোববার (১৯ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে হয়ে গেল ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এমন আনন্দে আপ্লুত পরীমনি।

রোববার দিনগত রাতে পরী তার ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি!’

পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ। তিনি আবার ব্রাজিলের সমর্থক। কিছুদিন আগেই রাজ চট্টগ্রামে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আর্জেন্টিনা জিতলে পরী তাকে ঘুরতে নিয়ে যাবে। ’

আসলেই তারা ঘুরতে যাবেন, নাকি কাজে ব্যস্ত হয়ে যাবেন, সেটা এখনও অজানা। তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর রাজের কাছে ঘুরতে যাওয়ার বায়না করেছেন অভিনেত্রী।

ওই স্ট্যাটাসেই পরী লেখেন, ‘রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো। ’

এ স্ট্যাটাস দেওয়ার আগে আরও একটি স্ট্যাটাসে পরী লেখেন, ‘শান্তি শান্তি শান্তি’। আর্জেন্টিনা জিতে যাওয়ায় এমন লেখা পোস্ট করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এনএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।