ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবারো রাকুলকে ইডির তলব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
আবারো রাকুলকে ইডির তলব রাকুল প্রীত সিং

পাঁচ বছর আগের মাদকসংক্রান্ত অর্থ পাচার মামলায় দক্ষিণী অভিনেত্রী রাকুল প্রীত সিংকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির কর্মকর্তারা শুক্রবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আগামী সোমবার অভিনেত্রীকে তলব করা হয়েছে।

২০২১ সালে এই মামলায় রাকুল ও তেলেগু অভিনেতা রানা দগ্‌গুবাটিসহ আরো ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

২০১৭ সালে ৩০ লাখ রুপি মূল্যের মাদক আটক করে তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা দপ্তর। এরপর বিষয়টি ঘিরে অর্থ পাচারের তদন্ত শুরু করে ইডি।

এদিকে ২০২৩ সালের শুরুতে জি-ফাইভে মুক্তি পেতে যাচ্ছে রাকুল অভিনীত সিনেমা ‘ছত্রিওয়ালি’। পুরুষের গর্ভনিরোধক ও নিরাপদ যৌনতার গুরুত্ব সম্পর্কে সামাজিক বার্তা উঠে আসবে সিনেমাটিতে। এতে অভিনেত্রীকে একটি কনডম কারখানার মান নিয়ন্ত্রণ প্রধানের ভূমিকায় দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।