ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শফিক তুহিনের সুরে দুই কিংবদন্তির গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
শফিক তুহিনের সুরে দুই কিংবদন্তির গান গাজী মাজহারুল আনোয়ার ও রুনা লায়লার সঙ্গে শফিক তুহিন

সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের অপ্রকাশিত একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন আরেক কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। গানটির সুর করেছেন গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন।

‘যদি প্রশ্ন করো’ শিরোনামের এই গানটি সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি প্রকাশিত হবে টি এম মিউজিক থেকে।

এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, একই গানে দুজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পারটা নিঃসন্দেহে আমার সংগীত জীবনের অন্যতম বড় অর্জন। প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের মাসে এ গানটি প্রকাশিত হবে। গানটি শোনার পরে আশা করি সবার মধ্যে সত্যিকারের দেশ প্রেম জেগে উঠবে।

শিগগিরই গানটি ভিডিও আকারে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।