ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয় সমাদ্দারের সিনেমায় জিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
সঞ্জয় সমাদ্দারের সিনেমায় জিৎ সঞ্জয় সমাদ্দার-জিৎ

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। নান্দনিক নির্মাণে তুলে ধরেছেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের।

একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছেন তিনি। সাধারণ দর্শকদের কাছে তার কাজ প্রশংসিত হয়েছে।

এবার ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সঞ্জয় সমদ্দার। সিনেমাটির নাম ‘মানুষ’। এর গল্পও নির্মাতা সঞ্জয়ের।

বুধবার (৩০ নভেম্বর) জিতের জন্মদিন। এদিন অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ফেইসবুক পেইজে নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করা হয়। সেখানে জানা যায়, ‘মানুষ’ নামের সিনেমা পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।

নির্মাতা সঞ্জয় সমদ্দার এখন কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে বলেন, সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে জিতের প্রযোজনা সংস্থা থেকে। এটা একদমই অ্যাকশন প্যাকড থ্রিলার গল্পের সিনেমা, যেখানে মানুষের গল্প থাকবে। এখন পর্যন্ত শুধু নায়ক চূড়ান্ত হয়েছে, আর কোন কিছুই চূড়ান্ত হয়নি। দুয়েকদিনের মধ্যে হয়তো আমরা নায়িকা সম্পর্কে তথ্য দিতে পারব।

এদিকে, বুধবার সন্ধ্যায় জিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিনেমাটির টাইটেল পোস্টার শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা, ‘যখন পশু হয়ে যায়’।

প্রসঙ্গত, ৩০টির মতো বেশি নাটক  নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এরমধ্যে ‘যে শহরে টাকা ওড়ে’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’, ‘ভালো থাকুক ভালোবাসা’, ‘সুখ পাখি’ ও 'দাগ' এর  মতো আলোচিত কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।