ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখ।

পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান শেখ।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে জেলার মোট ৬১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নারী ভোটার ১৪৩ জন, পুরুষ ভোটার ৪৬৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন ৩ জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।