ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী মাহফুজুর রহমান মনজু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আরেফিন আলম রঞ্জু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৯ ভোট।

অপর আরেক চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ফলাফল ঘোষণা করা হয়।
 
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এ ফলাফল ঘোষণা করেন।  

তিনি জানান, জেলার চারটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এরমধ্যে আলমডাঙ্গা ও সদর উপজেলায় ২টি ভোট বাতিল হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।  

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, চার সদস্য পদে ১৬ জন প্রার্থী ও দুই সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার মোট ৫৬৫ জন জনপ্রতিনিধি ভোট দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।