ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

‌টাঙ্গাইলে ইউপি নির্বাচন

নৌকা ও বিএনপির বি‌দ্রোহী প্রার্থীর সমর্থক‌দের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
নৌকা ও বিএনপির বি‌দ্রোহী প্রার্থীর সমর্থক‌দের সংঘর্ষে আহত ৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ভোটকে‌ন্দ্রের সাম‌নে আওয়ামী লী‌গের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় উভয় পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উভয়পক্ষের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। এসময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন ব‌লেন, কে‌ন্দ্রে এজেন্ট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে আওয়ামী লীগ ও বিএন‌পির প্রার্থী‌র সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়প‌ক্ষের ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। পরে যথাসম‌য়ে ভোটগ্রহণ শুরু হ‌য়েছে।  

প্রসঙ্গত, ৬ষ্ঠ ধাপে গত ১৪ জুন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, গোপালপুরের হেমনগর ইউনিয়নের সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট পিটিশন করেন। ওই রিটের জন্য গত ১৩ জুন উচ্চ আদালত আদেশ দেন। আদালতের আদেশ প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে। এছাড়া সীমানা জটিলতার কারণে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভোট স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।