ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সুন্দরগঞ্জে হরিপুর ইউপি নির্বাচনে ৮০ জনের মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ১৮, ২০২২
সুন্দরগঞ্জে হরিপুর ইউপি নির্বাচনে ৮০ জনের মনোনয়নপত্র জমা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৭ মে) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এর মধ্যে চেয়ারম্যান ৮ জন, সংরক্ষিত আসনের নারী সদস্য ২১ জন এবং সাধারণ সদস্য ৫১ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জরুল হক মঞ্জু, বিএনপি সর্মথিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান আসাদ, মোশাররফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ খান, হারুন আর রশিদ, আব্দুল্লাহ আল মুনছুর।

উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, আগামী ১৫ জুন উপজেলার তিস্তার চরাঞ্চলে অবস্থিত হরিপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশীল মোতাবেক ১৯ মে যাচাই বাছাই এবং ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহার। মোট কেন্দ্রের সংখ্যা ৯টি এবং কক্ষের সংখ্য ৫৬টি। এর মধ্যে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২২টি। মোট ভোট সংখ্যা ১৬ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯৫৪ এবং নারী ভোটার ৮ হাজার ১১৬ জন। ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।