ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কিশোরগঞ্জের ১৫ ইউনিয়নে নৌকা ছাড়াই নির্বাচন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
কিশোরগঞ্জের ১৫ ইউনিয়নে নৌকা ছাড়াই নির্বাচন! প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: পঞ্চম ধাপে দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোরগঞ্জের ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী থাকছে না।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত তালিকায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৮টি ও মিঠামইন উপজেলার ৭টিসহ মোট ১৫ ইউনিয়নে নৌকার কোনো প্রার্থীর নাম নেই।

ইউনিয়নগুলো হলো-অষ্টগ্রাম উপজেলার দেওঘর, কাস্তুল, অষ্টগ্রাম সদর, বাঙ্গালপাড়া, কলমা, খয়েরপুর- আব্দুল্লাপুর, পূর্ব অষ্টগ্রাম ও আদমপুর ইউনিয়ন। মিঠামইন উপজেলার মিঠামইন সদর, গোপদিঘী, ঢাকী, ঘাগড়া, কেওয়ারজোর, কাটখাল ও বৈরাটি ইউনিয়ন।

ঘোষিত তফসিল (সংশোধিত) অনুযায়ী- পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৯ ডিসেম্বর।

এছাড়া মনোনয়ন পত্র বাছাই ১২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। আর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০২১
জেডএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।