ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হলেন যারা ...

মাদারীপুর: দলীয় প্রতীক ছাড়া মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৩ ইউনিয়নে কোনো সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ।  

শিবচর উপজেলার প্রথম ধাপে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- কুতুবপুর ইউনিয়নে হাজী মো. আতিকুর রহমান মাদবর, কাদিরপুরে বিএম জাহাঙ্গীর, দ্বিতীয়খণ্ড ইউনিয়নে মনোয়ারা বেগম পুষ্প তালুকদার, শিবচর ইউনিয়নে বাবুল ফকির, পাঁচ্চর ইউনিয়নে হাজি মো. দেলোয়ার হাওলাদার, মাদবরচর ইউনিয়নে ফজলুল হক মুন্সি, বাঁশকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান খোকন, ভান্ডারিকান্দি ইউনিয়নে কালাম চোকদার, দত্তপাড়া ইউনিয়নে মুরাদ মিয়া, শিরুয়াইল ইউনিয়নে মো. সুরাব উদ্দিন মাতুব্বর, নিলখী ইউনিয়নে মিজান শিকদার, বহেরাতলা উত্তর ইউনিয়নে জাকির হোসেন হায়দার, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে আবদুল বারী উকিল।

 

শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম ধাপের নির্বাচনে ১৩টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুন ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।