ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কুলিয়ারচর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
কুলিয়ারচর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন  ভোট বর্জন। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নূরুল মিল্লাত ভোট বর্জন করেছেন।  

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপেজলার বেতিয়ারকান্দি এলাকায় দলীয় অফিসে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন।

 

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও মারধরের অভিযোগে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানান। এসময় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, নির্বাচনী এজেন্ট আব্দুল মজিদ প্রমুখসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।