ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

তালতলীর সোনাকাটা ইউপি নির্বাচনে ভোট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
তালতলীর সোনাকাটা ইউপি নির্বাচনে ভোট চলছে

বরগুনা: কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। 

মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টায় ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউপি নির্বাচনকে আবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে পুলিশের পাশাপাশি ১৭ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া নির্বাচনী এলাকায় অইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে পুলিশের নয়টি মোবাইল টিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪০ সদস্য, কোস্ট গার্ডের ৪০ সদস্য এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অর্ধশত সদস্য।

নির্বাচনী এলাকায় কাজ করছেন একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।