ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বরুড়ায় ২ ইউপিতে নির্বাচন মঙ্গলবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মে ২২, ২০১৭
বরুড়ায় ২ ইউপিতে নির্বাচন মঙ্গলবার 

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ও শাকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মঙ্গলবার (২৩ মে) ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যালট পেপারসহ সব ধরনের সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে।

বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার দুই ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৯০৫ জন, এর মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৯শ ৩১ জন।

ইউনিয়ন পরিষদ ২টিতে চেয়ারম্যান পদে লড়ছেন নয়জন প্রার্থী।

সাধারণ সদস্য পদে লড়ছেন ৩৬ জন প্রার্থী।

নিবার্চন কর্মকর্তা জাসিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।