ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ ১৪, স্বতন্ত্র ১২

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ ১৪, স্বতন্ত্র ১২ জেলা পরিষদ নির্বাচন

দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে ৩৮টি জেলার মধ্যে ২৬ জেলার বেসরকারি ফলাফল জানা গেছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১৪ ও স্বতন্ত্র প্রার্থী ১২ জন নির্বাচিত হয়েছেন।

ঢাকা: দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে ৩৮টি জেলার মধ্যে ২৬ জেলার বেসরকারি ফলাফল জানা গেছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১৪ ও স্বতন্ত্র প্রার্থী ১২ জন নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সরকারের এই নির্বাচন নির্দলীয় হলেও বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ায়, আওয়ামী লীগ  ও তার বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
বুধবার সারাদেশের ৬০টি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২২টি জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৩৮টি জেলায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয়। এছাড়া একটি জেলায় আদালতের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।
 
বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
 
বরিশাল: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‌মোহাম্মদ মইদুল ইসলাম (আনারস প্রতীক) ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
 
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দলীয় প্রার্থী মুনসুর আহমেদকে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
 
মাগুরা: মাগুরা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পঙ্কজ কুণ্ডু ২৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
 
ঝিনাইদাহ: ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কনক কান্তি দাস (চশমা প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
সিলেট: জেলা পরিষদ নির্বাচনে সিলেটে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান (আনারস) ৭৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ এনামুল হক সর্দার (কাপ-পিরিস) পেয়েছেন ৫৫৩ ভোট।
 
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম (আনারস) ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
শরীয়তপুর: শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩৫ ভোট।
 
কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পনির উদ্দিন আহমেদ পেয়েছেন ২৭৯ ভোট।
 
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৫ ওয়ার্ডের মধ্যে ৫টিতে মেম্বার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা।
 
কুমিল্লা: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে এক হাজার ২৮১ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের (চশমা প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান ৩৪২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এমএম শাহীন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯টি ভোট।
 
গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চৌধুরী এমদাদুল হক বেরসকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯২৩ ভোট।
 
লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিষদ নিবার্চনে ৩৭৯ ভোট পেয়ে আওয়ামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান (কাপ-পিরিচ প্রতীক)  বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাবনা: পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৬১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন (মোবাইল প্রতীক) নিয়ে পেয়েছেন ৩০৮ ভোট।

পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টেবিল ফ্যান প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩৫ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্ব‍াচনে ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. শফিকুল আলম। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট।
 
জামালপুর: জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে ৬০২ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক চৌধুরী (আনারস প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী: পটুয়াখ‍ালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান মোশারেফ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩০ ভোট।
 
মেহেরপুর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১০৭ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রসুল (আনারস প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।
 
পিরোজপুর: পিরোজপুরে জেলা পরিষদ নির্ব‍াচনে ৪২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. মহিউদ্দিন মহারাজ। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ শাহ আলম পেয়েছেন ৩০২ ভোট।
 
রাজশাহী: রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার ৭শ’ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
নড়াইল: নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ২৯৪ ভোটে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। তার প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আয়ুব আলী পেয়েছেন ২৪৩ ভোট।
 
চাঁদপুর:
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওচমান গণি পাটোওয়ারী বেসররকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোবাইল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৭০ ভোট।
 
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন খোকন (মোবাইল) ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন পয়েছেন ৪২০ ভোট।

শেরপুর: শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) হুমায়ুন কবীর রুমান ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট।

এছাড়া ২২টি জেলায় চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন।

** সিলেটে চেয়ারম্যান পদে আ'লীগ প্রার্থী লুৎফুর বিজয়ী
** শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন হুমায়ুন কবীর
** সুনামগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন নূরুল হুদা
** নাটোরে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা
** পাবনা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী জয়ী
** শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা
** পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী
** নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী জয়ী
** গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী জয়ী
** মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন পঙ্কজ কুণ্ডু
** ময়মনসিংহ চেয়ারম্যান নির্বাচিত হলেন ইউসুফ খান
** চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী
** নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সোহরাব হোসেন
** চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওচমান জয়ী
** লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন শামছুল ইসলাম
** জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কেরানীগঞ্জে আ’লীগ প্রার্থী জয়ী
** পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী
** গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী
** শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী জয়ী
** কুড়িগ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী
** নারায়ণগঞ্জ জেলা পরিষদে বিজয়ী যারা
** কুড়িগ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী
** রাজশাহীতে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচিত
** সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম
** পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

** লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগ মনোনীত প্রার্থী
** পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী
** কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগ সমর্থিত প্রার্থী
** সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম
** মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’ লীগের বিদ্রোহী প্রার্থী
** ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের মনোনীত প্রার্থী
** জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী
** বরিশালে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী
** ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী
** আশুলিয়ায় ৯ নং ওয়ার্ড সদস্য ইমতিয়াজ উদ্দিন

** মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগ মনোনীত প্রার্থী
 
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।