ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সিলেট ৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
সিলেট ৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

জেলা পরিষদ নির্বাচনে সিলেটে শেষ দিনে রোববার (১১ ডিসেম্বর) বিকেলে সাধারণ সদস্য পদে ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন...

সিলেট: জেলা পরিষদ নির্বাচনে সিলেটে শেষ দিনে রোববার (১১ ডিসেম্বর) বিকেলে সাধারণ সদস্য পদে ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

তারা হলেন, ৫নং ওয়ার্ডের মো. নুরুল ইসলাম চৌধুরী, ৮নং ওয়ার্ডের আব্দুল হাই মোশাহিদ, ৯নং ওয়ার্ডের মো. আনোয়ার খাঁন, ১৩নং ওয়ার্ডের বুরহান উদ্দিন আহমদ ও রহমত আলী হেলালী।

তবে চেয়ারম্যান ও নারী সদস্য পদে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেননি। চার চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সদস্য পদে ১০৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ২৮ জন প্রার্থিতা বহাল রেখেছেন বলে জানান সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।