ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রংপুরে আ’লীগ ৩, জাতীয় পার্টি ৪, স্বতন্ত্র ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জুন ৫, ২০১৬
রংপুরে আ’লীগ ৩, জাতীয় পার্টি ৪, স্বতন্ত্র ৩

রংপুর: রংপুরের সদর ও গঙ্গাচর উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনে আওয়ামী লীগ তিনটি, জাতীয় পার্টি চারটি, স্বতন্ত্র প্রার্থীরা তিনটিতে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।

ষষ্ঠ দফায় শনিবার (০৪ জুন) রাতে ভোট গণনা শেষে রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান,  বেসরকারি ভাবে নিবার্চিত হলেন- নোহালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, মনেয়া ইউনিয়নে আ’লীগ মনোনীত মোসাদ্দেক আলী আজাদ, কোলকোন্দ ইউনিয়নে আ’লীগ মনোনীত সোহরাব আলী রাজু , গজঘণ্টায় ইউনিয়নে জাতীয়পার্টি  মনোনীত আজিজুল ইসলাম, লক্ষীটারী ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত আবদুল্লাহ আল হাদী, আলমবিদিতর ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত আফতারুল জামান, মোমিনপুর ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত সুলতানা আক্তার, গঙ্গাচড়া সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আল সুমন আবদুল্লাহ , বেতগাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জাম লিপটু।

। মোট ৬৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ০১৫২ জুন ০৫, ২০১৬
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।