ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শার্শায় আ’লীগের ১০ নেতাকে বহিঃষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, মে ২৪, ২০১৬
শার্শায় আ’লীগের ১০ নেতাকে বহিঃষ্কার

বেনাপোল (যশোর): আগামী ৪ জুন যশোরের শার্শা উপজেলায় ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৮ চেয়ারম্যান পদপ্রার্থী (বিদ্রোহী) এবং তাদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে আরো দুই নেতাকে বহিঃষ্কার করা হয়েছে।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু।

এ সংক্রান্ত একটি চিঠি গণমাধ্যম কর্মীদের দেওয়া হয়েছে।

তবে বিদ্রোহীরা এ সিদ্ধান্তকে উপেক্ষা করেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বহিঃষ্কৃত নেতারা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক, সহ-সভাপতি হোসেন আলী, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান, কায়বা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উলাশী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল আলম, নিজামপুর ইউনিয়নের প্রার্থী যুবলীগ নেতা আবুল কালাম এবং তার পক্ষে প্রচারণা চালানোয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে বহিঃষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসআরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।