ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পঞ্চম ধাপে আ’লীগের ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
পঞ্চম ধাপে আ’লীগের ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ঢাকা: পঞ্চম ধাপের ৭২৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে ১০০ ইউপিতে বিএনপির ও ৩ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নেই।


 
প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষে সোমবার (১৬ মে) এ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, মোট ইউনিয়ন বা প্রার্থী সংখ্যা কমতে-বাড়তে পারে। তবে মাঠ পর্যায় থেকে সর্বশেষ পাঠানো তথ্য অনুসারে, পঞ্চম ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ৫২৭ জন।
 
দলগুলোর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে ৭২৬ জন, বিএনপির ৬২৯ জন, জাতীয় পার্টির ১৭৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২১ জন, বিকল্পধারা বাংলাদেশের ২ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১৩ জন, ইসলামী আন্দোলনের ১২২ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ১১ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ৬ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ১ জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৫ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭ জন ও অন্যান্য ১ জন।
 
যেসব ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এগুলোর মধ্যে রয়েছে- কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি, নাঙ্গলকোটের বক্সগঞ্জ, বুড়িচংয়ের ভারেল্লা উত্তর, চট্টগ্রামের রাংগুনিয়ার রাজানগর, শিলক, পাদুয়া, কোদালা, চন্দনাইশের জোয়ারা, চাঁদপুর মতলব উত্তরের বাগানবাড়ী, দূর্গাপুর, একলাশপুর, ইসলামাবাদ, মোহনপুর, সাদুল্লাপুর, ষাটনল, ফতেপুর, নারায়ণগঞ্জ আড়াইহাজারের ব্রাহ্মনদী, দুপ্তারা, ফতেপুর, হাইজাদি, কালাপাহাড়ি, মাহমুদপুর, সাতগ্রাম ও উচিৎপুর।
 
এছাড়া নড়াইল লোহাগড়ার কাশিপুর, ফেনীর দাগনভূঁঞার জায়লস্কর, মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ও চরকেরয়ার, গজারিয়ার বাউসিয়া, শরীয়তপুর নাড়িয়ার ভজেশ্বর, ভুমখাড়া, চামটা, ডিংগামানিক, জপসা, জাজিরার বিলাসপুর, সিরাজঞ্জ কাজীপুরের সোনামুখী, গান্ধাইল, ভেকনী, মনসুরনগর, খাসরাজবাড়ী, মানিকগঞ্জ সদরের বেতিলা ও দিঘী ইউপিতেও আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
সবমিলিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের ১৯৪ জন প্রার্থী সংশ্লিষ্ট ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে প্রথম ধাপে আওয়ামী লীগের ৫৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে ৩৪ জন, তৃতীয় ধাপে ২৯ জন ও চুতর্থ ধাপে দলটির ৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয়ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে চারটি ধাপের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। আগামী ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।