ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

হোসেনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
হোসেনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আবুল কাসেম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



নিহত আবুল কাসেমের বাড়ি হোসেনপুর উপজেলার ধুলিহর এলাকায়। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

তার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে হোসেনপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন কাজল মিয়া (উট পাখি প্রতীক)। রাতে ফলাফল ঘোষণার পরপর বিজয়ী প্রার্থীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী ওয়াসিম মিয়ার (পানির বোতল প্রতীক) সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় উট পাখি প্রতীকের সমর্থক আবুল কাসেমকে পরাজিত প্রার্থীর লোকজন রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আবুল কাসেম মারা যান।

এদিকে, তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে উভয়পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। তাতে দু’পক্ষের অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসব তথ্য জানিয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।