ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গোবিন্দগঞ্জে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গোবিন্দগঞ্জে আ’লীগ প্রার্থী বিজয়ী আতাউর রহমান

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

১৪ কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫৫১০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ৫৭৯৩ ভোট।

গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় কেন্দ্র সংখ্যা ১৪টি, মোট ভোটার ২৭ হাজার ৬৪৪ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৬১৮ ও নারী ভোটার ১৪ হাজার ২৬ জন।

জেলা নির্বাচন অফিসার ও গোবিন্দগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার শাহীনূর ইসলাম প্রামাণিক বাংলানিউজকে ফলাফল নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।