ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

রাজশাহীর চারঘাটে বিএনপি, অাড়ানী ও তাহেরপুরে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রাজশাহীর চারঘাটে বিএনপি, অাড়ানী ও তাহেরপুরে আ’লীগ

রাজশাহী: রাজশাহীর চারঘাট পৌরসভায় বিএনপির (ধানের শীষ) মেয়র প্রার্থী জাকরুল ইসলাম বিপুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৫৫৯ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ (নৌকা) মনোনীত নারী মেয়রপ্রার্থী নার্গিস খাতুন পেয়েছেন ৭ হাজার ৩৬৮ ভোট।

রাজশাহীর বাঘার অাড়ানী পৌরসভায় আওয়ামী লীগের (নৌকা) মুক্তার হোসেন বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ১৯৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ) তোজাম্মেল হক পেয়েছেন ২ হাজার ৭১৫ ভোট।

এদিকে, তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের (নৌকা) আবুল কালাম আজাদ পেয়েছেন ৭ হাজার ৯৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ) আবু নঈম শামসুর রহমান মিন্টু। তার ভোট ৩ হাজার ১৮১ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এই ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।