ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বান্দরবান পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

সাইফুল আলম বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বান্দরবান পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

বান্দরবান: বান্দরবান পৌরসভায় ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী (নৌকা)।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।



তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মিজানুর রহমান বিপ্লব পেয়েছেন (লাঙল) ৪ হাজার ৪৫৮ ভোট।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে আবু খায়ের (বিএনপি), ২নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে মোহাম্মদ আলী (বিএনপি), ৩নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে অজিত কান্তি দাশ (আওয়ামী লীগ), ৪নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে দিলীপ কুমার বড়ুয়া (আওয়ামী লীগ), ৫নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে থুইসিং প্রু লুবু (বিএনপি), ৬নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে সৌরভ দাশ শেখর (আওয়ামী লীগ), ৭নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে সামশুল হক সামু (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), ৮নং ওয়ার্ডে পাঞ্জাবি হাবিবুর রহমান খোকন (আওয়ামী লীগ), ৯নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে আবুল কালাম (বিএনপি বিদ্রোহী) প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

বান্দরবান পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী উজল তঞ্চঙ্গ্যা, সালেহা বেগম এবং আওয়ামী বিদ্রোহী প্রার্থী রাহিমা আকতার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।