ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নওগাঁ সদর পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
নওগাঁ সদর পৌর নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁ সদর পৌরসভা নির্বাচনে ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে নওগাঁ জেলা রিটার্নিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক) আমিরুল ইসলাম বাংলানিউজের কাছে বিষয়টি জানিয়েছন।

কেন্দ্রগুলোতে এখন চলছে ভোট গণনার কাজ।

তিনি জানান, নওগাঁ সদর পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৯১ হাজার ৬১৩ জন। এর মধ্যে ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকাল থেকেই নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে নির্বাচনী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

নওগাঁ সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।