ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ভোট দিতে পারলেন না সাংবাদিক আব্দুল আজিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোট দিতে পারলেন না সাংবাদিক আব্দুল আজিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁ সরকারি কলেজ (১) কেন্দ্রের ভোটার ছিলেন স্থানীয় সাংবাদিক আব্দুল আজিজ। কিন্তু তার নামে অন্য কেউ জাল ভোট দেওয়ায় এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

 
  
আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, দুপুরে ভোট দিতে গেলে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার তার (আব্দুল আজিজ) ভোট দেওয়া হয়েছে জানিয়ে বুথ থেকে বের করে দেন। ফলে দুঃখ-ভারাক্রান্ত হয়ে কেন্দ্র থেকে ফিরে আসেন তিনি।   
  
এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজ (১) কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজেদুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি দুঃখজনক। ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে।   
  
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫ 
এমজেড/আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।