ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রাঙামাটিতে সংঘর্ষ-হামলার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রাঙামাটিতে সংঘর্ষ-হামলার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

রাঙামাটি: রাঙামাটি পৌরসভা নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে সংঘর্ষ, কারচুপি, জালভোট আর নজিরবিহীন অনিয়মের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।  

বুধবার ভোটগ্রহণকালে বিএনপির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ভূট্টোর ওপর দুইদফায় হামলার ঘটনা ঘটে।

এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়। আহত ভূট্টোকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর আড়াইটার পর রাঙামাটির ২৮টি কেন্দ্রের মধ্যে ৮-১০টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, এসব কেন্দ্রে আওয়ামী-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছাড়াও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এসব এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলেও একাধিক সূত্রে জানা গেছে।

সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে।   এরা হলেন, কনস্টেবল মো. দিদার, কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক ও মো. শাহ আলম। আহতদের মধ্যে শাহ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনব্যাপী প্রায় সবগুলো ভোটকেন্দ্রেই ব্যাপক জাল ভোট দেয়ার ঘটনা ঘটে। এতে ক্ষমতাসীন দলের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। এদের মধ্যে বেশিরভাগকেই পরে ছেড়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আইএসএ/টিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।