ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

রাঙামাটিতে ৭ সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
রাঙামাটিতে ৭ সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাঙামাটি: রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৩ ডিসেম্বর) শেষ দিনে তারা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।



এরা হলেন, ৫নং ওয়ার্ডে সুধীর চন্দ্র ঘটক, ৬নং ওয়ার্ডে লক্ষ্মীমনি চাকমা, কিনা মোহন চাকমা ও বর্তমান কাউন্সিলর ধীরেন্দ্র চাকমা, ৭নং ওয়ার্ডে মো. আকতারুজ্জামান, ৮নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে মো. শাহ আলম।

রাঙামাটি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান জানান, বর্তমানে কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ প্রার্থী মাঠে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।