ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নির্বাচন

বগুড়া সদরে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
বগুড়া সদরে নৌকার জয়

বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু জয়ী হয়েছেন। ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে তিনি জয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফল ঘোষণা করেন।

এই আসনে তৃতীয় অবস্থানে হয়েছেন লাঙ্গল প্রতীকের নুরুল ইসলাম ওমর। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৯৫ ভোট।  

একতারা প্রতীকের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট। তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে।

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। ভোটকেন্দ্র ছিল ১৪৩টি।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।