ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জের ১০ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
কিশোরগঞ্জের ১০ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নয়টি ও কুলিয়ারচর উপজেলার একটিসহ মোট ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে ভোট গণনা শেষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

 

আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন- পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে নূরুজ্জামান বাবু (নৌকা প্রতীক), চরফরাদী ইউনিয়নে আ. মান্নান (নৌকা প্রতীক), হোসেন্দী ইউনিয়নে মুহাম্মদ হাদিউল ইসলাম (নৌকা প্রতীক), সুখিয়া ইউনিয়নে মো. আ. হামিদ টিটু (নৌকা প্রতীক) ও কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে আলাল উদ্দিন (নৌকা প্রতীক)।

স্বতন্ত্র নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন- পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে মোহাম্মদ নাজমুল হুদা রুবেল (ঘোড়া প্রতীক), চণ্ডিপাশা ইউনিয়নে মো. শামছু উদ্দিন (আনারস প্রতীক), জাঙ্গালিয়া ইউনিয়নে বুলবুল আহমেদ (মোটরসাইকেল প্রতীক), নারান্দী ইউনিয়নে মো. মুছলেহ উদ্দিন (আনারস প্রতীক) ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নে এমদাদুল হক জুটন (আনারস প্রতীক)।

এসব ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।