ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজৈর উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
রাজৈর উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম শাহিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৫৭৯ ভোট।

অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোহসিন মিয়া আসারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় ৩২ হাজার ৭৬৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের রেজাউল করিম শাহীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোহসিন মিয়াকে পরাজিত করেন।  

২০২১ সালের ১৩ জুলাই ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে তার শূন্য পদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৪ হাজার ২১০। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।