ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শপথ নিলেন কালীগঞ্জের নতুন ১০ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
শপথ নিলেন কালীগঞ্জের নতুন ১০ ইউপি চেয়ারম্যান

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত থেকে ২  নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৩  নম্বর চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৪  নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ মণ্ডল, ৫  নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নম্বর তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ১১ নম্বর রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন ও ১২ নম্বর মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল শপথ নেন।  

শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান ও স্থানীয় সরকারের সহকারী কমিশনার জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

গত ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কৃষ্ণনগর ইউপি নির্বাচন নিয়ে পরাজিত এক প্রার্থী হাইকোর্টে রিট করায় এ ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে এখনো গেজেট প্রকাশিত হয়নি।  

এছাড়া নলতা ইউপি নির্বাচনে বিজয়ী আজিজুর রহমান ওমরাহ পালনে দেশের বাইরে থাকায় তিনি শপথ অনুষ্ঠানে হাজির হননি।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।