ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

টানা চতুর্থবার বিপুল ভোটে জয়ী খোরশেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
টানা চতুর্থবার বিপুল ভোটে জয়ী খোরশেদ

নারায়ণগঞ্জ: টানা চতুর্থ বারের মত বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ঠেলাগাড়ি প্রতীক নিয়ে প্রায় ১২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন খোরশেদ।

রোববার (১৬ জানুয়ারি) বেসরকারিভাবে রাতে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

ঠেলাগাড়ি প্রতীক নিয়ে মাকছুদু আলম খন্দকার খোরশেদ পেয়েছেন ১৩ হাজার ৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্ ফয়েজ উল্লাহ ফয়েজ রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২২টি ভোট।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।