ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

তৈমূরের পাশে হেফাজতের ফেরদাউস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
তৈমূরের পাশে হেফাজতের ফেরদাউস

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের পাশে মহানগর হেফাজতে ইসলামের সাবেক সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানকে দেখা গেছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আইইটি সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে দেখা যায় তাকে।

এসময় তিনি হাসিমুখে তৈমূরকে সমর্থন করেন এবং তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

ফেরদাউসুর রহমান তৈমূরকে বলেন, আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ফলাফল ইঞ্জিনিয়ারিং না হলে আপনি বিপুল ভোটে জয়ী হবেন। আপনার জয়ে জয় হবে নগরবাসীর।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।