ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২১
চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ মঙ্গলবার

ঢাকা: দেশে সবশেষ হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা মঙ্গলবার (২ মার্চ) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের ভোটার সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে।

ইসির জনসংযোগ শাখা জানায়, বর্তমানে তালিকাভুক্ত ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। আর হালনাগাদে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নাগরিক। এই নতুন নিবন্ধন করা নাগরিকদের তালিকা গত ১৭ জানুয়ারি প্রকাশ করেছে ইসি।

যাদের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সেই হিসেবে দেশে মোট ভোটার দাঁড়াবে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জনের মতো। আপিলে কিছু যোগ-বিয়োগ না হলে এই সংখ্যাই চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে মঙ্গলবার। এক্ষেত্রে নারী ভোটার হবে ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন। আর পুরুষ ভোটার হবে ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জনের মতো।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।