ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভৈরব পৌরসভার মেয়র বেনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ভৈরব পৌরসভার মেয়র বেনু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ইফতেখার হোসেন বেনু নৌকা প্রতীক নিয়ে ৩৭ হাজার ৮৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজী শাহীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৮৯ ভোট।

 

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম এই বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

এর আগে, ভৈরব পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম মেশিনে ৩৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভৈরব পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৭৯ হাজার ৭১৩।  

নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫২ হাজার ৮৫৭। এর মধ্যে, মোট বৈধ ভোটের সংখ্যা ৫২ হাজার ৮০৪। আর অবৈধ (বাতিল) ভোটের সংখ্যা ৫৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৬.৩১।  

বাংলাদেশ সময়: ৩২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।