ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুজানগর পৌরভোট ৩১ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
সুজানগর পৌরভোট ৩১ মার্চ

ঢাকা: পাবনা জেলার সুজানগর পৌরসভা নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩১ মার্চ এ পৌরসভার সব পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।


 
রোববার (২৮ ফেব্রুয়ারি) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে-গত ২৮ জানুয়ারি স্থগিত হওয়া পাবনা জেলার সুজানগর পৌরসভার মেয়র সংরক্ষিত আসনের কাউন্সিলর, সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ৩১ মার্চ সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন কমিশন। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ মার্চ।
 
৩১ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।