ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সৈয়দপুর পৌরসভার প্রথম নারী মেয়র বেবী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
সৈয়দপুর পৌরসভার প্রথম নারী মেয়র বেবী রাফিকা আক্তার জাহান বেবী

নীলফামারী: ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রাফিকা আক্তার জাহান বেবী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ) মো. রশিদুল হক সরকার পেয়েছেন ১০ হাজার ৯৭৫ ভোট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

এর আগে সকাল ৮টা থেকে পৌরসভার ৪১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।  

সৈয়দপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন কর্মী নিহত, দুই মেয়র প্রার্থীর ভোট বর্জন ও বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়।  

ভোট বর্জনকারী মেয়র প্রার্থী জাতীয় পার্টির (জাপা) সিদ্দিকুল আলম লাঙ্গল প্রতীকে ৯ হাজার ৬৩৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী হাফেজ নূরুল হুদা পেয়েছেন ১ হাজার ৮৪৩ ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি পান ১ হাজার ৮৯২ ভোট। পৌরসভাটিতে মোট ভোট পড়েছে ৫৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।