ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোলা পৌরসভার মেয়র নৌকার মনিরুজ্জামান মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ভোলা পৌরসভার মেয়র নৌকার মনিরুজ্জামান মনির মোহাম্মদ মনিরুজ্জামান মনির

ভোলা: ভোলা পৌরসভা নির্বাচনে ১৬ হাজার ৯৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এ নিয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ ট্রুম্যান পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় ভোট গণানা শেষে রির্টানিং অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ভোলার সহকারী রির্টানিং অফিসার মিজানুর রহমান খান বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোলা পৌরসভায় ৫২ ভাগ ভোট কাস্ট হয়েছে।

এদিকে ভোলার পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২ নম্বর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন লিংকন, আসাদ হোসেন জুম্মান, ৪ নম্বর ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, ৭ নম্বর ওয়ার্ডে শাহে আলম, ৮ নম্বর ওয়ার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯ নম্বর ওয়ার্ডে মাইনুল হোসেন শামিম নির্বাচিত হয়েছে।  

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জোসনা ইয়াসমিন; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সামসুন নাহার সোনিয়া ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।