ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পৌরসভা নির্বাচন: চরফ্যাশনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
পৌরসভা নির্বাচন: চরফ্যাশনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন  বিএনপি প্রার্থী হুমায়ুন কবির শিকদারের ভোট বর্জন 

ভোলা: ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির শিকদার ভোট বর্জন করেছেন।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন।

হুমায়ুন কবির শিকদার অভিযোগ করে বলেন, বিএনপির কর্মীদের ভোট দিতে বাঁধা দিচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রের বুথে সরকার দলীয় লোক দাঁড়িয়ে থেকে তাদের দলীয় প্রতীকে ভোট দিতে প্রভাব দেখাচ্ছেন। ফলে এ পৌরসভার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে না। তাই ভোট বর্জন করছি।  

এ সময় পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্ট, যুবদল নেতা প্রিন্স মহাজন, শোয়াইবুর রহমান শোয়েব, সায়েম মালতীয়া, রাশেদুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতারা।  

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, পঞ্চম ধাপের এ পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাররা ভোট প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এ ধরনের অভিযোগ সঠিক নয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।