ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালিহাতী ও গোপালপুর পৌর নির্বাচনে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
কালিহাতী ও গোপালপুর পৌর নির্বাচনে নৌকার জয়

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী ও গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কালিহাতীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী সরকার নৌকা প্রতীক পেয়েছেন ১১ হাজার ৩৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আলী আকবর জব্বার পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট। অপরদিকে, গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা পেয়েছেন ১৮ হাজার ৯৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন নারিকেল গাছ প্রতীক পেয়েছেন ৪ হাজার ২৮৭ ও বিএনপি মনোনীত খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল পেয়েছেন এক হাজার ৫৯১ ভোট।

চতুর্থ ধাপে টাঙ্গাইলের কালিহাতী ও গোপালপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপালপুরে ইভিএমে ও কালিহাতীতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এ দুটি পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।