ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা পৌরসভার মেয়র বিএনপির চিশতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
সাতক্ষীরা পৌরসভার মেয়র বিএনপির চিশতি  তাজকিন আহমেদ চিশতি

সাতক্ষীরা: ২৫ হাজার ৮৮ হাজার ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী (ধানের শীষ) তাজকিন আহমেদ চিশতি।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিম ফারুক খান মিঠু (নারিকেল গাছ) পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্য তিন মেয়র প্রার্থীর মধ্যে নাসেরুল হক (নৌকা) পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, নুরুল হুদা (জগ) পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট ও মুস্তাফিজ-উর-রউফ (হাতপাখা) পেয়েছেন এক হাজার ৬৭৯ ভোট।  

নির্বাচনে ভোট পড়েছে ৬২ দশমিক ৮৪ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।