ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত বিপুল হাওলাদার (নৌকা) প্রতীকে ৩৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ) প্রতীকে পেয়েছেন ৩২০৫ ভোট।

এছাড়া হাজী হুমায়ুন সিকদার ধানের শীষ প্রতীকে ১,৬০১ ও সেলিম মিয়া হাতপাখা প্রতীকে ৬৬৯ ভোট পেয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভা নির্বাচনে ভোট হয়। কলাপাড়া পৌর শহরে মোট ভোটার ১২,৮৯১ জন এর মধ্যে এ নির্বাচনে মোট ভোট ৯ হাজার ১৬৪ ভোট পড়ে।

বিপুল হাওলাদার এর আগেও কলাপাড়া পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।