ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সরিষাবাড়ীতের নৌকার প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
সরিষাবাড়ীতের নৌকার প্রার্থী জয়ী

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনির উদ্দিন মনির জয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৭ হাজার ৪৯৯।


তার নিকটতম বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীনের প্রাপ্ত ভোট সংখ্যা ৪ হাজার ৪৭১। অন্য প্রার্থী ফজলুল হক খান (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১৩৯টি ভোট পান।

শনিবার (৩০ জানুয়ারি ) ভোট শেষে উপজেলা পরিষদ হলরুমে স্থাপিত কন্ট্রোল রুম থেকে নির্বাচনের তথ্য সংগ্রহ শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরকেআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।