ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গৌরনদীতে নৌকার প্রার্থী হারিছের হ্যাট্রিক জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
গৌরনদীতে নৌকার প্রার্থী হারিছের হ্যাট্রিক জয়

বরিশাল:  বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয় লাভ করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হারিছুর রহমান হারিছ।

হারিছুর রহমান হারিছ ২৩ হাজার ২৭২ ভোট পেয়েছেন এবং তার  প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন ৬৮৯ ভোট।

সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে এ জয় হয়েছে বলে জানিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হারিছুর রহমান।

এদিকে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে দুপুরে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান। তিনি জানিয়েছেন, ভোট কারচুপিতে সরকারের কর্মকর্তারাও সহযোগিতা করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএস/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।