ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সৈয়দপুর পৌরসভার মেয়র নির্বাচনে ধানের শীষ প্রতীক পেলেন শওকত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
সৈয়দপুর পৌরসভার মেয়র নির্বাচনে ধানের শীষ প্রতীক পেলেন শওকত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নীলফামারী-৪ আসনের সাবেক এমপি শওকত চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) কেন্দ্র থেকে তার মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক চূড়ান্ত করা হয়।

এ পৌরসভা নির্বাচনে ১৬ জানুয়ারি ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার মারা যান। এ কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ২৮ ফেব্রুয়ারি ভোট নেওয়ার দিন ধার্য করা হয়।

পঞ্চম ধাপের নির্বাচনে সৈয়দপুর পৌরসভার মেয়র ও ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের জন্য ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ তারিখ। ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।