ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোলার দুই পৌরসভায় মেয়র পদে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ভোলার দুই পৌরসভায় মেয়র পদে নৌকার জয় জয়ী দুই মেয়র মো. রফিকুল ইসলাম ও জাকির হোসেন তালুকদার

ভোলা: ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়ী হয়েছেন।  এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তারা।

বোরহানউদ্দিনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগে প্রার্থী মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৭ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৪৭ ভোট।

অন্যদিকে দৌলতখানে ৫ হাজার ৮৪০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৮৩০ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে বোরহানউদ্দিনে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে শান্তিপূর্ণ পরিবেশে বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় গড়ে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ৫ মেয়রসহ ৮১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।