ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধা পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থী মতলুবর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
গাইবান্ধা পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থী মতলুবর রহমান

গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মতলুবর রহমান নারিকেল গাছ প্রতীকে ১২ হাজার ৩৯৮ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্রপ্রার্থী আনওয়ার-উল-সরওয়ার রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট।

এছাড়া আওয়ামী লীগের শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর নৌকা প্রতীকে ৭ হাজার ৩০১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ৯টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতালিব বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

গাইবান্ধা পৌরসভাতে ৩১টি ভোটকেন্দ্রের ১৫৩টি ভোটকক্ষে ৫১ হাজার ৩৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫৯০ জন ও মহিলা ২৬ হাজার ৭৯৭ জন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।